Khoborerchokh logo

স্বাধীনতার ইশতেহার পাঠকারী,সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই 344 0

Khoborerchokh logo

স্বাধীনতার ইশতেহার পাঠকারী,সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই


সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ক্যানসারসহ নানা রোগে ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মুক্তিযুদ্ধসহ ইতিহাসের নানা পর্বের সাক্ষী সাবেক এই জাসদ নেতা।পারিবারিক সূত্র জানায়, কাল বুধবার বাদ এশা গুলশান সোসাইটি জামে মসজিদে তৃতীয় জানাজার পর বনানী কবরস্থানে শাহজাহান সিরাজের দাফন হবে। এর আগে বেলা ১১টায় টাঙ্গাইলের এলেঙ্গায় প্রথম জানাজা, বাদ জোহর কালীহাতি উপজেলায় দ্বিতীয় জানাজা হবে।
স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ২০১২ সালে তাঁর ফুসফুসে, এরপর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। অসুস্থতার কারণে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। অনেক দিন ধরে তিনি হাসপাতালে যাওয়া–আসার মধ্যে ছিলেন। গত সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারওয়াত সিরাজ ও ছেলে রাজীব সিরাজকে রেখে গেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com